বাংলা ভাষা এবং সাহিত্যের বিশ্বকোষ (Encyclopedia of Bengali Language and Literature)
তন্ময় ভট্টাচার্য (অ্যাডভোকেট)
১৮৭২ খ্রিস্টাব্দর উপনিবেশিক যুগের দফতরি-বাংলা তথা সদর-আদালতের চলিত দলিলরীতি
আম-মোক্তারনামা
লিখিতং — শ্রীবীরেন্দ্রচন্দ্র রায় বাহাদুর,
পিতার নাম — শ্রীহরাণচন্দ্র রায় বাহাদুর,
সাং — সাদিপুর,
পরগণা — বালিয়া,
জেলা — হুগলি।
কস্য — আম-মোক্তারনামা-পত্রমিদং।
এই পত্রমুলকে কার্য্যসম্পাদনার নিমিত্তে সহর কলিকাতার অরিজিন্যাল হাইকোর্ট ও হাইকোর্ট, তৎসহ পুলিস্ বিভাগ, এবং চব্বিশ পরগণা, বারাশত, নদীয়া, যশোহর, হুগলি, বর্ধমান, মেদিনীপুর প্রভৃতি জেলাসমূহ এবং উক্ত জেলার অধীনস্থ সকল সমস্ত মহকুমা ও পরগণার অধঃস্তন বিচারালয়াদি, বর্তমান বা ভবিষ্যতে প্রতিষ্ঠিত যাহা কিছু আছে ও থাকিবেক, সেই সমস্ত স্থলে এবং—
শ্রীযুক্ত জজ, সেসন্স্ জজ, এডিশন্যাল জজ, সাব-অর্ডিনেট জজ, হেড মুনসিফ ও অন্যান্য মুনসিফগণ;
মাজিস্ট্রেট, ডেপুটি মাজিস্ট্রেট, জয়েন্ট মাজিস্ট্রেট, পুলিশ সুপারিন্টেন্ডেন্ট, কালেক্টর, ডেপুটি কালেক্টর, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর, সাব-ডেপুটি কালেক্টর, সার্ভেয়ার, তহশীলদার ও রেজিষ্ট্রার প্রভৃতি আদালত ও দফতরসমূহের সম্মুখে—
আমার স্থাবর অস্থাবর সম্পত্তি বা দেনাপাওনা সম্পর্কীয়, মৎকর্তৃক অপরের নামে, বা অপর কর্তৃক আমার নামে যেসকল মোকদ্দমা বর্তমান বা ভবিষ্যতে উপস্থিত হইবে, সেই সকল বিষয়ে মোকদ্দমা পরিচালনা, উকিল মোক্তার নিযুক্তি, সওয়াল জবাব, আমানত টাকা জমাদান ও উত্তোলন, দলিলাদি দাখিল ও প্রত্যাহার, রসিদ প্রদান, দলিল রেজিষ্ট্রি, অপরের ডিক্রিজারির নিমিত্তে বা আট-কানুন ও সরকারী বকেয়া হেতু স্থাবর অস্থাবর সম্পত্তির নিলাম ক্রয়, সেল-রেজিস্ট্রি বন্দোবস্ত, ফি প্রদান, কোম্পানির কাগজ আমানত, আমার পাওনার ডিক্রির ভিত্তিতে কোন বস্তু ক্রয় করিয়া দাবি দাখিল, বিক্রয় মূল্যের রসিদ প্রদান, বর্ণনাপত্র ও আবুজীতে সত্য পাঠ লিপিবদ্ধ ইত্যাদি সকল কার্য্যাদি করিবার নিমিত্তে—
জেলা হুগলির বালিয়া পরগণার শ্রীরাঘব দাসকে আম-মোক্তার মোকরর করিলাম।
মোক্তার মজকুর ব্যক্তি, আমার নাম দন্তখৎ বা বকলমে স্বাক্ষর করিয়া, উপরোক্ত যে সমস্ত কার্য্য সম্পন্ন করিবেন, এবং আমার পক্ষ হইতে যে কোন দলিলাদি রেজিষ্ট্রি করিবেন, তাহা আমি আমার স্বকৃত কার্য্য বলিয়া কবুল ও মঞ্জুর করিলাম।
ইতি —
(তারিখ ও বঙ্গাব্দ হস্তাক্ষরে লিখিত হইবে)
স্বাক্ষর —
শ্রীবীরেন্দ্রচন্দ্র রায় বাহাদুর
সাক্ষী —
১. ______________________
২. ______________________
আম-মোক্তারনামা: পুনর্বিন্যাস ২০২০ খ্রি.
আম-মোক্তারনামা
আমি, শ্রী বীরেন্দ্রচন্দ্র রায় বাহাদুর, পিতা শ্রী হরাণচন্দ্র রায় বাহাদুর, সাং সাদিপুর, পরগনা বালিয়া, জেলা হুগলি—এই মর্মে ঘোষণাপত্র রচনা করিলাম যে, আমি নিম্নলিখিত আদালতসমূহ ও দফতরসমূহে নিম্নলিখিত কার্যাবলির জন্য এক বিশেষ মোক্তার নিযুক্ত করিতেছি।
এই আম-মোক্তারনামা পত্রটি কার্যকর থাকিবে সহর কলকাতার অরিজিন্যাল হাইকোর্ট ও হাইকোর্ট, পুলিশ বিভাগ, এবং জেলারূপে চিহ্নিত চব্বিশ পরগনা, বারাসত, নদীয়া, যশোর, হুগলি, বর্ধমান, মেদিনীপুর প্রভৃতি সমস্ত জেলাসমূহে, এবং উক্ত জেলাসমূহের অন্তর্গত সব-ডিভিশন ও অধঃস্তন বিচারালয়সমূহে, যাহা বর্তমানে আছে বা ভবিষ্যতে স্থাপিত হইবে।
উক্ত আদালতসমূহে উপস্থিত সকল শ্রেণির বিচারপতি ও প্রশাসনিক কর্মকর্তাগণের নিকট—যথা:
- সেশনস্ জজ,
- এডিশনাল জজ,
- সাব-অর্ডিনেট জজ,
- হেড মুনসিফ,
- অন্যান্য মুনসিফবৃন্দ,
- ম্যাজিস্ট্রেট,
- ডেপুটি ম্যাজিস্ট্রেট,
- জয়েন্ট ম্যাজিস্ট্রেট,
- পুলিশ সুপারিন্টেনডেন্ট,
- কালেক্টর,
- ডেপুটি কালেক্টর,
- অ্যাসিস্ট্যান্ট কালেক্টর,
- সাব-ডেপুটি কালেক্টর,
- সার্ভেয়ার,
- তহশীলদার,
- রেজিস্ট্রার প্রমুখ—
তাঁহাদের নিকটে আমার স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দেনা-পাওনা, ইত্যাদি বিষয়ক যেকোনো মামলা-মোকদ্দমা, যাহা আমি অন্যের নামে করিয়া থাকি বা অন্যে আমার নামে করিয়া থাকে, বর্তমান বা ভবিষ্যতের যেকোনো বিষয়ে মোক্তার হিসাবে আমি নিযুক্ত করিলাম শ্রী রাঘব দাস, যিনি হুগলি জেলার বালিয়া পরগণার অধিবাসী।
এই মোক্তারকে আমি অনুমোদন প্রদান করিতেছি—
- উক্ত সকল আদালতে মামলা পরিচালনার,
- আইনগত সওয়াল-জবাব দেওয়ার,
- টাকা আমানত রাখার বা উত্তোলনের,
- দলিলাদি দাখিল ও প্রত্যাহারের,
- দলিল রেজিস্ট্রি করানোর,
- ডিক্রি জারির ফলে নিলামে সম্পত্তি ক্রয়ের,
- বিক্রয়স্থলে স্বাক্ষর করিয়া আমার তরফ হইতে অর্থ প্রদান বা কোম্পানির কাগজ আমানত রাখার,
- আমার পাওনার ডিক্রির জন্য যেকোনো দ্রব্য ক্রয় করিয়া তাহার দাবি জানাবার ও প্রাপ্ত অর্থ গ্রহণের,
- এবং যেকোনো রকম আবেদনে বা বিবরণপত্রে সত্য বর্ণনা লিপিবদ্ধ করিবার—সমস্ত ক্ষমতা তাঁহার প্রতি অর্পণ করিলাম।
মোক্তার উক্ত সমস্ত কার্য্য আমার নাম দন্তখৎ করিয়া, বা বকলমে স্বাক্ষর করিয়া, যেকোনো দলিল রেজিস্ট্রি করিবেন, তাহা আমি নিজ কর্তৃককৃত বলিয়া স্বীকার ও মঞ্জুর করিলাম।
ইতি
(তারিখ ও সনের উল্লেখ প্রয়োজন)
স্বাক্ষর:
(স্বাক্ষরস্থল)
শ্রী বীরেন্দ্রচন্দ্র রায় বাহাদুর
সাক্ষী:
১. ____________________
২. ____________________