শকুন্তলা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনূদিত (১৮৫৪)

ESHWAR CHANDRA VIDYASAGAR

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
শকুন্তলা
১৮৫৪

বিজ্ঞাপন

ভারতবর্ষের সর্বপ্রধান কবি কালিদাসপ্রণীত শকুন্তলা সংস্কৃতভাষায় সর্ব্বোৎকৃষ্ট নাটক। এই পুস্তকে সেই সর্ব্বোৎকৃষ্ট নাটকের উপাখ্যান ভাগ সঙ্কলিত হইল। এই উপাখ্যানে মূল গ্রন্থের অলৌকিক চমৎকারিত্ব সন্দর্শনের প্রত্যাশা করা যাইতে পারে না। যাঁহারা সংস্কৃতে শকুন্তলা পাঠ করিয়াছেন এবং এই উপাখ্যান পাঠ করিবেন চমৎকারিত্ব বিষয়ে এ উভয়ের কত অন্তর তাহা অনায়াসে বুঝিতে পরিবেন এবং সংস্কৃতানভিজ্ঞ পাঠকবর্গের নিকট কালিদাসের ও শকুন্তলার এইৰূপে পরিচয় দিলাম বলিয়া মনে মনে কত শত বার আমার তিরস্কার করিবেন। বস্তুতঃ বাঙ্গলায় এই উপাখ্যান সঙ্কলন করিয়া আমি কালিদাসের ও শকুন্তলার অবমাননা করিয়াছি। অতএব হে পাঠকবর্গ! আপনাদের নিকট আমার প্রার্থনা এই আপনার যেন এই শকুন্তলা দেখিয়া কালিদাসের শকুন্তলার উৎকর্ষ পরীক্ষা না করেন।

শ্রীঈশ্বরচন্দ্রশর্ম্মা।

কলিকাতা। সংস্কৃত কালেজ।
২৫এ অগ্রহায়ণ। ১৯১১ সংবৎ।

শকুন্তলা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনূদিত (১৮৫৪)

প্রথম অঙ্ক
দ্বিতীয় অঙ্ক
তৃতীয় অঙ্ক
চতুর্থ অঙ্ক
পঞ্চম অঙ্ক
ষষ্ঠ অঙ্ক
সপ্তম অঙ্ক


Leave a Reply