কোষগ্রন্থ

বাংলা ভাষা এবং সাহিত্যের বিশ্বকোষ (Encyclopedia of Bengali Language and Literature)

তন্ময় ভট্টাচার্য (অ্যাডভোকেট)

প্রাচীন বাংলায় সংস্কৃত ভাষার অভিধান বা কোষগ্রন্থ রচনার একটি সমৃদ্ধ ধারার বিকাশ ঘটেছিল। সেই সময়ের বহু পণ্ডিত তাঁদের নিজস্ব পাণ্ডিত্য ও অভিজ্ঞতার ভিত্তিতে শব্দ, অর্থ, প্রতিশব্দ ও ধাতুর অর্থ নির্ধারণ করে নানা রকম অভিধান বা নানার্থসংগ্রহ রচনা করেছিলেন। এইসব গ্রন্থগুলির মধ্যে অমরসিংহকৃত নামলিঙ্গানুশাসন বিশেষভাবে প্রসিদ্ধ, যা ভারতীয় অভিধান সাহিত্যের অন্যতম প্রাচীন নিদর্শন। অজয়পাল রচনা করেছিলেন নানার্থসংগ্রহ, এবং গদসিংহের নানার্থধ্বনিমঞ্জরীও সমকালীন ভাষাতত্ত্বে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। চক্রপাণিদত্তের শব্দচন্দ্রিকা ও জটাধরাচার্যের পর্যায়নানার্থকোষও ভাষাবিদদের কাছে অমূল্য সম্পদ।

দণ্ডাধিনাথের নানার্থরত্নমালা, দুর্গাদাস বিদ্যাবাগীশের ধাতুদীপিকা, ও ধনঞ্জয় কবির নামমালা শব্দ ও ধাতুবিশ্লেষণে বিশেষ অবদান রেখেছে। ধরণিদাস ব্রাহ্মণের সারসংগ্রহ নামক অনেকার্থসমুচ্চয়, বরসিংহ কাশ্মীর পণ্ডিতের নিঘন্টুরাজ বা রাজনিঘন্টু, এবং নারায়ণদাস কবিরাজের রাজবল্লভ এই ধারার উল্লেখযোগ্য সংযোজন।

পদ্মনাভদত্ত দ্বিজের ভূরিপ্রয়োগ, পুরুষোত্তম দেবের একাক্ষরকোষ, দ্বিরূপকোষ, ত্রিকাণ্ডশেষ ও হারাবলী অভিধানরচনায় পদ্ধতিগত বৈচিত্র্য এনেছিল। ভাবমিশ্রের ভাবপ্রকাশ এবং মথুরেশ পণ্ডিতের শব্দরত্নাবলী ভাষা ও চিকিৎসা-সংক্রান্ত শব্দতত্ত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহেশ্বর বৈদ্য রচনা করেন বিশ্বপ্রকাশ, মেদিনীকর বৈদ্যের নানার্থশব্দকোষ এবং রত্নমালাকার বৈদ্যের আয়ুর্বেদার্ণবোত্থিত পরিবায়ররত্নমালা প্রাচীন চিকিৎসাশাস্ত্রের পরিভাষা নির্ধারণে অপরিহার্য।

ভোপদেব বিপ্রের কবিকল্পদ্রুম, শ্রীনন্দন ভট্টাচার্যের বর্ণাভিধান, শ্রীরাম শর্ম্মের উণাদিকোষ এবং সিদ্ধান্তকৌমুদী সংক্ষিপ্তসারকারের উণাদিবৃত্তি সংস্কৃত ব্যাকরণ ও শব্দগঠনের গভীর বিশ্লেষণ উপস্থাপন করে। হালায়ুধ (ভট্টাচার্য) ভট্টের অভিধানরত্নমালা এবং হেমচন্দ্র জৈনের অভিধানচিন্তামণিও এই ধারার শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত।

এছাড়া ভোগীন্দ্র, কাত্যায়ন, সাহসাঙ্ক, বাচস্পতি, ব্যাড়ি, বিশ্বরূপ, মঙ্গল, শুভাঙ্ক, ভোপালিত ও ভাগুরিরচিত কোষসমূহ, এবং মেদিনীধৃত প্রাচীন কোষ যেমন উৎপলিনী, শব্দার্ণব, সংসারাবর্ত, নামমালা, বররুচি, শশ্বত, রন্তিদেব, রত্নাপরনামহর, গোবর্ধন, রভসপাল, রুদ্র, অমরদত্ত, গঙ্গাধর, বাভট, মাধব, ধর্ম, তারপাল, বামন, চন্দ্র, বিক্রমাদিত্য প্রাচীন ভারতীয় শব্দসংগ্রহের ঐতিহ্য বহন করে।


Leave a Reply